ইবির আবাসিক হল বন্ধ থাকবে ১২ দিন

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল আগামী ১২ দিন বন্ধ থাকবে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন জানিয়েছেন, ২৭ মার্চ সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ৮ এপ্রিল সকাল ১০টায় হল পুনরায় খুলে দেওয়া হবে।

তিনি বলেন, হল বন্ধকালীন সময়ের মধ্যে ভেতর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। প্রক্টরিয়াল বডির নির্দেশনায় ছুটির সময় নিরাপত্তার জন্য আনসাররা দায়িত্ব পালন করবেন।

এছাড়া ১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে এবং এই ছুটি ৮ এপ্রিল পর্যন্ত চলবে। ২৭ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসও বন্ধ থাকবে।
image

আপনার মতামত দিন