জবির ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
এক সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ইউনিটগুলো হলো  বি, সি ও ডি। রবিবার (২৩ মার্চ) দুপুরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশ করে জবি প্রশাসন। ভর্তির ফল দেখুন এখানে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফল দেখতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ০৮-০৪-২০২৫ তারিখ হতে ১৭-০৪-২০২৫ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৯৭৪ জন। বিজনেস স্টাডিজ অনুষদের ‘ডি’ ইউনিটে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৯৫৭ জন।  
image

আপনার মতামত দিন