চ্যাটজিপিটির ৪ হাজার ৫০০-এর বেশি চ্যাট গুগলে ফাঁস 

প্রকাশ: রবিবার, ০৩ অগাস্ট, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি শুধু একটি চ্যাটবট নয়, বরং অনেকের জন্য এটি একপ্রকার ‘ডিজিটাল সহকারী’। কেউ এটি দিয়ে প্রেমপত্র লেখেন, কেউ ব্যক্তিগত সমস্যায় পরামর্শ চান, কেউ বা সৃজনশীল লেখায় সাহায্য নেন। কিন্তু এই আস্থার জায়গাটিই এবার কেঁপে উঠেছে। হঠাৎ করেই চ্যাটজিপিটির হাজার হাজার ব্যক্তিগত আলাপচারিতা গুগল সার্চে দৃশ্যমান হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

৪ হাজার ৫০০-এর বেশি চ্যাট গুগলে ফাঁস
সম্প্রতি জানা গেছে, চ্যাটজিপিটির প্ল্যাটফর্ম থেকে শেয়ার করা প্রায় ৪,৫০০টির বেশি চ্যাটলিংক গুগল সার্চে খুঁজে পাওয়া গেছে। এসব কথোপকথনের মধ্যে রয়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনসংক্রান্ত স্পর্শকাতর তথ্য, যেমন, মানসিক স্বাস্থ্য, দাম্পত্য কলহ, আসক্তির সমস্যা, কর্মক্ষেত্রের জটিলতা, এবং আরও অনেক ব্যক্তিগত আলোচনা।

এই চ্যাটগুলো মূলত ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনে অন্যদের সঙ্গে শেয়ার করেছিলেন, কিন্তু ভুলবশত বা না বুঝেই এমন একটি অপশন চালু রেখেছিলেন, যা গুগল বা অন্য সার্চ ইঞ্জিনকে সেই লিংকগুলো খুঁজে পেতে দেয়।

'ডিসকভারেবল' অপশনই বিপদের মূল?
চ্যাটজিপিটিতে একটি ‘শেয়ার’ বাটন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আলাপচারিতা লিংকের মাধ্যমে অন্যদের পাঠাতে পারেন। শেয়ারের সময় ‘Make this chat discoverable’ নামের একটি অপশন থাকে, যা চালু থাকলে সেই লিংক সার্চ ইঞ্জিনের জন্য উন্মুক্ত হয়ে যায়।

অনেকেই এই ফিচার সম্পর্কে সঠিক ধারণা না রেখেই বন্ধু, সহকর্মী বা গাইডদের সঙ্গে চ্যাট লিংক শেয়ার করেন এবং অপশনটি চালু রাখেন। ফলাফল ব্যক্তিগত আলাপচারিতা সবার কাছে উন্মুক্ত হয়ে যায় গুগল সার্চের মাধ্যমে।

ওপেনএআই কী বলছে?
এ বিষয়ে ওপেনএআই-এর একজন কর্মী প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ‘ডিসকভারেবল শেয়ার’ ফিচারটি ছিল একটি স্বল্পমেয়াদি পরীক্ষামূলক অপশন। কিন্তু এতে ব্যবহারকারীদের তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশের ঝুঁকি থাকায় সেটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে ওপেনএআইয়ের সহায়তা পেজে স্পষ্ট করে জানানো হয়েছে, কোনো চ্যাট তখনই পাবলিক হবে, যখন ব্যবহারকারী নিজে থেকে তা ডিসকভারেবল করে দেবেন।

আপনার শেয়ার করা চ্যাট কি গুগলে দেখা যাচ্ছে? কীভাবে মুছবেন?
যদি আপনি আগে চ্যাটজিপিটি থেকে কোনো চ্যাট শেয়ার করে থাকেন, তবে এখনই তা পর্যালোচনা করে মুছে ফেলা জরুরি। নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার শেয়ার করা চ্যাটলিংক গোপন রাখতে বা মুছে ফেলতে পারবেন:

>> চ্যাটজিপিটি অ্যাপে লগ ইন করুন।

>> নিচের দিকে থাকা Settings অপশনে যান।

>>  সেখান থেকে Data Controls নির্বাচন করুন।

>> Shared Links অপশনে ক্লিক করুন।

>> এবার Manage-এ ক্লিক করলে আপনি শেয়ার করা সব চ্যাটলিংকের তালিকা দেখতে পারবেন।

>>  যেকোনো লিংক মুছে ফেলতে ‘Delete’ বাটনে ক্লিক করলেই তা আর সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে না।

 প্রযুক্তি ব্যবহারে সচেতনতা জরুরি
এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রযুক্তির দোষ নয়, বরং সচেতনতার অভাবের ফল। তবে একই সঙ্গে, টেক কোম্পানিগুলোরও উচিত ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।

চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্মগুলোতে যেখানে কোটি কোটি মানুষ তাদের একান্ত অনুভূতি প্রকাশ করে, সেখানে এমন একটি ছোট ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, চ্যাটজিপিটি আমাদের অনেক কাজে সহযোগিতা করছে, কিন্তু সেই সহযোগিতা তখনই আশীর্বাদ, যখন আমরা জানি কীভাবে সেটি নিরাপদে ব্যবহার করতে হয়। এক ক্লিকেই আমাদের একান্ত কথাবার্তা জনসম্মুখে চলে যেতে পারে। এটা ভাবলেই শিউরে উঠতে হয়। তাই প্রযুক্তিকে আস্থা ও নিরাপত্তার জালেই বাঁধতে হবে, নাহলে সেটিই হয়ে উঠবে ব্যক্তিগত গোপনীয়তার সবচেয়ে বড় শত্রু। সূত্র: টেকলুসিভ

image

আপনার মতামত দিন