অবৈধ স্যাটেলাইট চ্যানেল বন্ধে বিটিআরসির নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://mail.techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অবৈধ স্যাটেলাইট পে চ্যানেলগুলো বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনার মাধ্যমে দেশজুড়ে অবৈধভাবে সম্প্রচারিত বিদেশি চ্যানেলগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশের আইএসপি লাইসেন্সধারীদের এ সংক্রান্ত নির্দেশনার কথা জানিয়ে গত ১৯ মার্চ বিটিআরসি চিঠি দিয়েছে। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিজ্ঞাপনসহ স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন করা টেলিযোগাযোগ আইনের লঙ্ঘন উল্লেখ করে বিটিআরসি’র ওই নির্দেশনায়- এসব বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ স্যাটেলাইট চ্যানেলগুলো দেশের টেলিভিশন নেটওয়ার্কে প্রদর্শিত হয়ে আসছে, যার ফলে সরকারের রাজস্ব হারানো, নাগরিকদের জন্য ভুয়া এবং ভুল তথ্য প্রচার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিটিআরসি এই অবৈধ চ্যানেলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে জাতীয় স্বার্থ এবং টেলিভিশন মাধ্যমের নিরপেক্ষতা রক্ষা করা যায়।

এদিকে, বিটিআরসি জানিয়েছে যে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় অবৈধ স্যাটেলাইট চ্যানেলগুলোর কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যেসব চ্যানেল দেশে নিবন্ধিত নয় বা বৈধ লাইসেন্স নেই, তাদের সম্প্রচার চ্যানেলের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, বিটিআরসি অবৈধ চ্যানেলগুলোর বিষয়ে জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো উন্নত এবং সুস্থ পরিবেশে কাজ করতে পারবে।
image

আপনার মতামত দিন