আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নারীদের সমতা ও ক্ষমতায়নের বার্তা দিতে এ উদ্যোগ নেয়া হয়।
শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ ফ্লাইটে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু সবাই ছিলেন নারী। সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইটটির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম নারীদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার চেকিং ইউনিট, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট পরিচালনা, ব্যাগেজ ও প্যাসেঞ্জার লোডিং এবং ট্রিম শিট লোডিংয়ের দায়িত্ব পালন করেছেন সংস্থার নারী কর্মকর্তারা।